নেত্রকোনায় ১৮৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

  06-10-2024 04:44PM

পিএনএস ডেস্ক: নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আর এ কারণে নেত্রকোনার ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে এই ঘোষণা দেয় নেত্রকোনা জেলা শিক্ষা অফিস।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্কুলের শ্রেণির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন