সরকারের সমালোচনা করে গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড

  28-04-2024 08:26PM

পিএনএস ডেস্ক : ইরান সরকারের দুর্নীতিসহ নানা রকম সমালোচনা করে গান করায় জনপ্রিয় র‍্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‌‘এক্সে’ এ তথ্য জানিয়েছেন তোমাজ সালেহির আইনজীবী আমির রেসিয়ান। তবে রাষ্ট্রপক্ষের কেউ এই মৃত্যুদণ্ড নিয়ে মুখ খোলেননি।

তেহরানে হিজাবকাণ্ডে আটক কুর্দি তরুণী মাসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০২২ সালে ইরানজুড়ে যে সরকারবিরোধী তুমুল বিক্ষোভ-আন্দোলন হয়েছে, তার সমর্থক ছিলেন খ্যাতনামা র‌্যাপ শিল্পী তোমাজ সালেহি।

ইরানজুড়ে যখন আন্দোলন হচ্ছিল, তখন ৩৩ বছর বয়সী তোমাজ সালেহি দেশের দুর্নীতি, শাসনব্যবস্থা, সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন