কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

  23-01-2025 12:41PM


পিএনএস ডেস্ক: রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহসীন উদ্দিন বলেন, আজ তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন, তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন