পিএনএস ডেস্ক : রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।
তিনি বলেন, রাত ৯ টা ৪০ মিনিটে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিকভাবে তোর নাম জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।
পিএনএস/এএ
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
19-11-2023 11:35PM