পিএনএস ডেস্ক: অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না। কিছুটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ঘোষণা আসলে সেটা আরও কার্যকর হবে। সব রাজনৈতিক পক্ষ ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আগামী সপ্তাহে জানানো হবে।
সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।
এসএস
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না: মাহফুজ
09-01-2025 05:50PM