পিএনএস ডেস্ক: রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই ব্যবসায়ীর ওপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজনের নাম আছিফ, অন্যজন সন্দেহভাজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সঙ্গে প্রায় ১৫ থেকে ২০ জন ছিল। হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন- এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ও ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক।
পিএনএস/রাশেদুল আলম
দুই ব্যবসায়ী হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
12-01-2025 10:11PM