পিএনএস ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুবধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া আজিজুল হক ইসলামী ব্যাং কের ভাইস প্রেসিডেন্ট ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা ছিলেন।
এর বাইরে, ২০০৭ সালে তিনি ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
৮৫ বছর বয়সি আজিজুল হক মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
প্রসঙ্গত, এম আজিজুল হকের এক ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বর্তমান কমিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন।
পিএনএস/আনোয়ার
সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন
15-01-2025 02:39PM