প্রয়োজনে ১০০ তলা ভবন নির্মাণের অনুমোদন দেবে রাজউক:

  17-01-2025 01:57AM

পিএনএস ডেস্ক: রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, প্রয়োজনে বড় জায়গা নিয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ ভূমিকম্পরোধী ১০০ তালা বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজউকের সভাকক্ষে অঞ্চল ৫ এবং অঞ্চল ৭-এর আওতাধীন এলাকায় অননুমোদিত আবাসিক এলাকাসমূহের পরিকল্পনা অনুমোদনপত্র এবং নকশা অনুমোদন বিষয়ক আবাসন প্রতিষ্ঠান ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজউক অঞ্চল ৫ (ধানমন্ডি- মোহাম্মদপুর) এবং অঞ্চল ৭ (লালবাগ-সূত্রাপুর-কেরানীগঞ্জ)-এর আওতাধীন অননুমোদিত পরিকল্পিত আবাসিক এলাকা কিংবা সমিতির মাধ্যমে উন্নয়নকৃত এলাকাসমূহের পরিকল্পনা অনুমোদনপত্র এবং নকশা অনুমোদন বিষয়ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠান বা মালিকগণের সঙ্গে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশ রক্ষা ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার বলেন, প্রয়োজনে বড় জায়গা নিয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ ভূমিকম্পরোধী ১০০ তলা বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হবে। এর কারণ হলো যেন পরিবেশের ক্ষতি করে ছোট ছোট ভবন নির্মাণের হার কমে যায় এবং যেন জলাভূমি ভরাট না করে বিদ্যমান আবাসিক জায়গায় বহুতল ভবন নির্মাণ করা যায়। এতে করে পরিবেশের ক্ষতির পরিমাণ কমে আসবে।

রাজউক চেয়ারম্যান বলেন, গত ৫ মাসে বিধিমালা নিয়ে অনেক কাজ হয়েছে। আমরা হাইরাইজ বিল্ডিং নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। বিধিমালা অনুসরণ করে পরিবেশবিদ এবং নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে জলাশয় সংরক্ষণ করতে হবে। রাজউক তার সর্বোচ্চ চেষ্টা করবে এ ক্ষেত্রে। অনুমোদনহীন এলাকায় গ্যাস, বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নগরী হিসেবে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে ওঠার দায়ভার আমাদের সবার। তাই ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবাইকেই নিতে হবে। ভবন নির্মাণে কোনো ব্যত্যয় ঘটলে বা জলাভূমি ভরাটসহ পরিবেশের কোনো ক্ষতি সাধিত হলে রাজউক থেকে উচ্ছেদসহ বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া সভায় রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী যেখানে অনুমোদনে বাঁধা আছে, তা অনুসরণ করতে হবে এবং সেখানে অনুমোদন দেওয়া যাবে না। তিনি আরও বলেন, অনুমোদনের জন্য আবাসিক এলাকার বা প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ নিজস্ব জমি থাকতে হবে এবং ভূমি উন্নয়ন বিধিমালা মেনে চলতে হবে। একইসঙ্গে সব নাগরিক সুযোগ-সুবিধার ওপরও গুরুত্বারোপ করতে হবে।

সভায় সরকারের খাসজমি সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার করে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার ওপরে গুরুত্ব দিয়ে আবাসিক এলাকাসমূহের প্রতিনিধিদের পরিকল্পিত এলাকা গড়ে তোলার আহ্বান জানানো হয় রাজউকের পক্ষ থেকে।

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় আবাসন প্রতিষ্ঠান মালিক, প্রতিনিধিসহ রাজউক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আবদুল আহাদ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন