পিএনএস ডেস্ক: বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা। শুক্রবার বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজধানী। এদিন সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। ঢাকার স্কোর ২৪২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। তালিকায় দুই নম্বরে ২১৬ স্কোর নিয়ে আছে ভিয়েতনাম হ্যানয়। শহরটির বাতাসের মানও নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। এছাড়া ১৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।
এদিকে গতকালও বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। মান ছিল ২৫৬।
একিউআই স্কোর ০-৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ পর্যন্ত স্কোর মাঝারি আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পিএনএস/আনোয়ার
বায়ুদূষণে আজও ঢাকা শীর্ষে
17-01-2025 10:04AM