জুলাই ঘোষণাপত্র তৈরিতে অংশীজনদের মতামত নেবে সরকার

  18-01-2025 10:47AM

পিএনএস ডেস্ক: জুলাই ঘোষণাপত্র তৈরিতে গণঅভ্যুত্থানে অংশ নেয়া সকল অংশীজনের মতামত নেবে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেয়া হচ্ছে। সুচিন্তিত অভিমত চিঠির মাধ্যমে পাঠানো যাবে-মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এই ঠিকানায়। আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত জানানো যাবে।

অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ছাত্রদের ঘোষণাপত্র পাঠের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি তাদের ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’। এ বক্তব্যের একদিন পর তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন