পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয়দের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ বিক্ষোভ মিছিল করেছে। শনিবার রাত ১১ টায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে আবার ভিসি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
বিক্ষোভ মিছিলে স্লোগান উঠে, ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে’, ‘দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, বিএসএফের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ।’
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এম এ সাঈদ বলেন, ‘বাংলাদেশের [মানুষ] আর ভারতীয় আগ্রাসন চায় না। তারা দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ‘ঢাকা ঢাকা’ স্লোগান দিয়ে ভারতকে জানাতে চায়, তাদের আগ্রাসন আর মেনে নেওয়া হবে না।... ভারত যদি বাংলাদেশের দিকে আবার আঙুল তুলে তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে।’
আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কৃষক সমাজ প্রথম অস্ত্র ধরেছিল, ঠিক তেমনিভাবে চাঁপাইনবাবগঞ্জেও একই ঘটনা ঘটেছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও ভারতের থাবা পড়তে দেব না। শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত।’ বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো.হাসিবুল ইসলাম বলেন, ‘দিল্লির প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না।... ভারত বিএসএফের মাধ্যমে যদি হামলা চালায়, বিজিবিসহ পুরো বাংলাদেশের মানুষ জবাব দিতে প্রস্তুত।’
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দিল্লি যখন পানির ন্যায্য হিস্যা দেয় না, তখন বোঝা যায় দিল্লি বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশের মানুষের বন্ধু হলে পতিত স্বৈরাচারকে জায়গা দেওয়ার দুঃসাহস দেখাত না।’
বাংলাদেশ সীমান্তের আমগাছ কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে দুই দেশের নাগরিকেরা সীমান্তে অবস্থান নেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে
শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এসএস
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
19-01-2025 02:41AM