কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে 'চিঠি' লিখলেন দীপু মনি

  20-01-2025 08:42PM

পিএনএস ডেস্ক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (২০ জানুয়ারি) একটি ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছেন উপস্থিত সংবাদকর্মীরা। জনাকীর্ণ এজলাসে আনিসুল হক, সালমান এফ রহমানসহ অন্যান্যদের রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়ানো সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মণিকে দেখা যায় টিস্যু পেপারে কিছু লিখতে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বাঁ হাতে ছিল কয়েকটি টিস্যু পেপার এবং ডান হাতে একটি কলম। কিছুক্ষণ চিন্তামগ্ন থাকার পর তিনি টিস্যু পেপারে লিখতে শুরু করেন।

প্রায় পাঁচ মিনিট ধরে লিখে, সেটি তিনি কাঠগড়ার সামনে দাঁড়ানো আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে তুলে দেন। ওই ব্যক্তি তৎক্ষণাৎ তার মোবাইল ফোনে টিস্যু পেপারটির ছবি তোলেন এবং পরে সেটি ভাঁজ করে নিজের কাছে রেখে দেন।

এ ঘটনাটি আদালতে উপস্থিত সাংবাদিকদের নজর কাড়ে। যদিও দীপু মণির লেখার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি, এটি আদালতের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠিয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি এ বিষয়ে বলেন, "আদালতের অনুমতি ছাড়া আসামির এমন কার্যক্রম আইনত নিষিদ্ধ। বিষয়টি নজরে এলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হতো।"

অন্যদিকে, দীপু মণির আইনজীবী এই বিষয়ে অবগত নন বলে জানান। উল্লেখ্য, যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওইদিন আদালত দীপু মণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনায় দীপু মণির টিস্যু পেপারে লেখা চিঠির বিষয়বস্তু এবং এর উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে, এটি আদালত-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন