করোনাভাইরাস নিয়ে সরব দেশের দোষারোপের রাজনীতি!

  07-05-2020 05:06PM

পিএনএস, আহমেদ জামিল : করোনাভাইরাস নিয়ে সরব দেশের রাজনৈতিক অঙ্গন। পাশাপাশি করোনার এমন মহামারি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দেশের সচেতন নাগরিক ও বিদেশিরাও। তবে দেশের রাজনৈতিকরা এ নিয়ে একে অন্যকে দোষারোপ করতেই ব্যস্ত । দেশের মানুষের কাছে নিজের অবস্থান ঠিক রাখতে মিডিয়াতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্যে এমনিই বুঝা যায়।

কিন্তু সারাবিশ্বে মহামারীর রূপ নেয়া করোনাভাইরাসের দুর্যোগের সময় দেশে দুই-একটি রাজনৈতিক দল ছাড়া অন্য দল এবং ওই সব দলের নেতাকর্মীদের দেখা মিলছে না। আর নির্বাচনে যেসব নেতারা কোটি কোটি টাকা খরচ করেছেন, এই দুর্যোগের সময় ত্রাণ বিতরণে সেসব নেতাদের কোন অংশগ্রহণ নেই বললেই চলে। বরং এক দল আরেক দলের প্রতি দোষারোপ করছে, চলছে দোষারোপের রাজনীতি।

তবে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদেরকে দুস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখা গেলেও দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে তেমন দেখা যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কথা বাদ দিলাম। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩শ’ প্রার্থী এবং বিএনপির ৩শ’ প্রার্থী শত শত কোটি টাকায় খরচ করে ভোট করেছেন। সেই সকল প্রার্থীরা জাতীয় দুর্যোগের সময় কোথায় আছেন? এই দুর্যোগের সময় শুধু মাত্র আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা এগিয়ে আসলে দেশে দুস্থ মানুষদের খাদ্য সঙ্কট হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দী খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।

এবিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ায় বলেন, বিএনপি রাজধানীসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে জরুরী খাদ্য সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ত্রাণ যে বিতরণ করা হয়েছে তা সারাদেশে ১২ লাখে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা (পিপিই) প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে ‘আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশী এবং টিপটপ জেন্টেলম্যান। তিনি সুযোগ পেলেই তার সুন্দর সুলোলিত ভাষায় বিএনপিকে আক্রমণ করেন।

এদিকে করোনাভাইরাস বিস্তার রোধে কাজের চেয়ে বেশি কথা বলেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যেমন আওয়ামী লীগ বলেছে, বিএনপি কিছুদিন পর পর জাতীয় দুর্যোগ টাস্ক ফোর্স গঠনের কথা বলে, তারপর জাতীয় সরকার গঠনের কথা বলে, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে বিএনপি বলছে, আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা না থাকায় লকডাউন তুলে দিয়ে দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। প্রতি ক্ষেত্রে তাদের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা এবং চরম উদাসীনতার প্রমাণ। এর পরিণতির জন্য এ সরকারকে এককভাবেই দায়ী থাকতে হবে।

এবিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকার কোথায়? সরকার এখন রাস্তাতেও নেই। অর্থাৎ গোড়ায়-আগায়, মনে-গোপনে, কার্যালয়ে নেই। সরকার এক জায়গায় আছে, শুধু টেলিভিশনে। আর কিন্তু তারা কোথাও নেই।

ওবায়দুল কাদের বলেন, সরকার কি করেছে বা করছে, তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখোনোর প্রয়োজন নেই। ফোর্বস, ইকোনোমিস্টসহ প্রেস্টিজিয়াস বিশ্ব সাময়িকীগুলোতে শেখ হাসিনার নেতৃত্বের এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাসী। আর বিএনপির রাজনীতি এখন টেলিভিশননির্ভর। সরকার অনেক টিভি চ্যানেলের অনুমতি দিয়েছে বলেই বিএনপি অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আরো গুরুত্বহীন হয়ে পড়তো।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাম্প্রতিক মিডিয়ায় বলেন, চাল চোর চেয়ারম্যান-মেম্বাররা জাপা, জাসদ ও বিএনপির সমর্থক দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রাণের নামে ফটোসেশন করাই বিএনপির কাজ। এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবেলা করা। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতিটাই করি।

লেখক : জামিল আহমেদ মোহন, গণমাধ্যমকর্মী
ই-মেইল[email protected]

পিএনএস/এএ
আরও পড়ুন

রম্যরচনা : ভাইতন্ত্রবাদ রাজনৈতিক মতবাদ!-

করোনা : বড় হচ্ছে লাশের মিছিল, কিভাবে স্মরণীয় হতে চান ‘আপনি’-

করোনাভাইরাস নিয়ে সরব দেশের দোষারোপের রাজনীতি!-

করোনাভাইরাস ও আমাদের পঙ্গপাল!-

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন