কষ্টের জয়ে শীর্ষে লিভারপুল

  06-10-2024 02:06AM

পিএনএস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের এখনও শুরুর দিকে। কিন্তু শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বীতা পয়েন্ট টেবিলে। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল - এই তিনটি ক্লাবের মধ্যে এখন থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। আজ একদিনেই দেখা গেছে এই লড়াইয়ের তীব্রতা। শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে ১-০ গোলে জয় নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো লিভারপুল।

ম্যাচের শুরুতেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দিয়েগো জোতা। কোডি গাকপোর পাস থেকে বল পেয়ে অসায়াসেই ক্রিস্টাল প্যালেসের জালে জড়িয়ে দেন দিয়েগো জোতা।

এরপর লিভারপুলকে আটকে রাখে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডাররা। কোনো গোলই করতে দেয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন আর্নে স্লটের শিষ্যরা।

৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ১৮। একটি ম্যাচ না হারলে পূর্ণ পয়েন্টই থাকতো লিভারপুলের। সমান ম্যাচে ১৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়ও তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

ম্যাচের শুরুতেই গোল হজম করে ফেলেছিলো লিভারপুল। মাত্র ৩০ সেকেন্ডেই অলরেডদের জালে বল জড়িয়ে দেন ইসমাইলা সার। কিন্তু এডি এনকেতিয়া অফসাইড থাকার কারণে গোলটি বাতিল হয়ে যায়।

৩৪তম মিনিটে গোল দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন দিয়েগো জোতা। মোহাম্মদ সালাহ এবং রায়ান গ্রাভেনবার্খ এর প্রচেষ্টায় বল পেয়ে যান জোতা। কিন্তু বলটি তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

পুরো ম্যাচে ৭৫ ভাগ বল দখলে ছিল লিভারপুলের। কিন্তু বলকে আর ক্রিস্টাল প্যালেসের জালে জড়াতে পারেননি।

ম্যাচটা খুব কঠিন বলে অভিহিত করেছেন লিভারপুলের ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ফন ডাইক বলেন, `আমি মনে করি এখানে আসাটা সব সময়ই কঠিন। বছরান্তে এখানে এসে ফল কিন্তা আগেরটাই থেকে যাচ্ছে।‘

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন