চট্টগ্রামের ৬ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

  27-04-2024 05:06PM

পিএনএস ডেস্ক: চালকদের গণহারে গ্রেফতার বন্ধ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ৬ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক বৈঠক ধর্মঘটের এ ডাক দেয় বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার দফা হলো- চালকদের গণহারে গ্রেফতার বন্ধ, তাদের হয়রানি না করা, নিরাপত্তা বৃদ্ধি এবং পুড়িয়ে দেয়া গাড়ির ক্ষতিপূরণ দেয়া।

এই ধর্মঘট পালিত হবে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং কক্সবাজার ও ফেনী জেলায়। জরুরি বৈঠকে চট্টগ্রাম বিভাগীয়, জেলা মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধর্মঘটের আওতায় থাকবে বাস, মিনিবাস ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন