সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

  28-04-2024 09:59PM

পিএনএস ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ ২ ভাইকে আটক করেছে বিজিবি।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মো. বদিয়ারের দুই ছেলে মো. জুয়েল রানা (২৭) ও মো. সুমন (২৩)।

৫৮ বিজিবি পরিচালক এইচ এম সালাহউদ্দীন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। রোববার দুপুর ২টার দিকে দুইজন চোরাকারবারি মোটরসাইকেলযোগে নগরবন্নী এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা।

তিনি আরও জানান, আটককৃত আসামিদেরকে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন