১ কোটি ৩১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সাদিক এগ্রো

  10-07-2024 11:27PM

পিএনএস ডেস্ক: ছাগলকাণ্ডে আলোচিত প্রতিষ্ঠান সাদিক এগ্রো ১০ কোটি টাকার তথ্য গোপন করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১০ জুলাই) এনবিআরের এক ঊর্ধ্বতন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর জানায়, গত সপ্তাহে সাদিক এগ্রোর গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চারটি আউটলেট অভিযান চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। এসব নথি থেকে দেখা যায়, রাজধানীর চারটি আউটলেটে সাদিক এগ্রো প্রায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। অথচ ভ্যাট রিটার্নে দেখিয়েছে ৫ কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি ১০ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করেছে। সেখান থেকে সরকার ১ কোটি ৩১ লাখ টাকা ভ্যাট পেত।

এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটির গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চার দোকানে অভিযান চালিয়ে ২০১৯ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিক্রয়ের তথ্য পাওয়া যায় ১৫ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৯৩৭ টাকা, যার ওপরে ১৫ শতাংশ ভ্যাট হিসাবে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৮ টাকা ভ্যাট প্রযোজ্য ছিল। কিন্তু নথিপত্র বলছে, সাদিক এগ্রো মাত্র ১৮ লাখ ২৩ হাজার ১৭৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে। অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৮৭০ টাকার ভ্যাট পরিশোধ করে নাই বা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এনবিআর জরিমানাসহ ভ্যাট আদায়সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন