পিএনএস ডেস্ক: সময় টিভির পাঁচ কর্মীকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুতের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ গণতন্ত্র চর্চার পরিপন্থি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি। এ সময় সব চাকরিচ্যুত সংবাদ কর্মীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান সাবেক এই বিরোধীদলীয় নেতা।
দেশের সব গণমাধ্যমকর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আহবান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অকারণে সাংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কন্ঠরোধ করার উদাহরণ, যা জবাবদিহিতা মূলক সরকার ব্যবস্থা ও গণতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
পিএনএস/রাশেদুল আলম
গণমাধ্যমের কণ্ঠরোধ গণতন্ত্র চর্চার পরিপন্থি: জিএম কাদের
27-12-2024 02:09AM