পিএনএস ডেস্ক: অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে প্রথম আমদানি করা খাদ্যশস্যের দেশে এসে পৌঁছেছে। ইউক্রেন থেকে এ খাদ্য দেশে এসেছে। প্রথম চালানে ৫২ হাজার ৫০০ টন গম এসেছে। জাহাজটি বর্তমানে চট্টগ্রামের বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এমভি ‘এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। নিয়ম অনুযায়ী জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে গম খালাসের অনুমতি দিবে বন্দর কর্তৃপক্ষ। জাহাজে আসা গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস হবে। বাকিটা খুলনার মোংলা বন্দরে খালাস করা হবে।
এদিকে, ৬ নভেম্বর সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থের জোগান পর্যাপ্ত রয়েছে বলে কেনাকাটায় সমস্যা হবে না। বৈঠকে কেনাকাটার লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেন মজুত বা উদ্বৃত্ত বেশি থাকে।
কেনাকাটার ক্ষেত্রে বেসরকারি মাধ্যম ও উৎসকেও উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যেন কৃষক ও ভোক্তারা সন্তুষ্ট থাকেন।
পিএনএস/রাশেদুল আলম
ইউক্রেন থেকে দেশে এলো ৫৩ হাজার টন গম
13-12-2024 01:07PM