মহাখালীতে রেললাইন অবরোধ, আটকে আছে ২ ট্রেন

  16-07-2024 03:08PM


পিএনএস ডেস্ক: রাজধানীর মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে দু’টি ট্রেন আটকে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ শুরু হয়। এরপর বেলা ২টার দিকে রেলগেটের দুই পাশে দুটি ট্রেন আটকে থাকতে দেখা গেছে। অবরোধে রেল ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বনলতা ট্রেনের চালক ওয়ারেস আলী বলেন, ‘ট্রেনটির গন্তব্য রাজশাহী। বেলা ১ টা ৫০ মিনিটে মহাখালী রেলগেটে এসে ট্রেনটি আটকে আছে।

কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, উত্তরা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সংঘর্ষ হয়।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন