টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: ৩য় দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত উঠল প্রায় দুই কোটি টাকা

  25-08-2024 12:36AM

পিএনএস ডেস্ক: বন্যার্তদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ চলছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে। তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাত ৮টায় গণনা শেষে টিএসসি বুথ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে, শুক্রবার অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা সংগ্রহ করা হয়েছিল।

টিএসসি বুথ থেকে বলা হয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া টাকাগুলো গুনে আমরা মোট ১ কোটি ৮৬ লাখ টাকা পেয়েছি। রাত ১০টা পর্যন্ত ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। তাছাড়া আমরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছি যা শুক্রবারের তুলনায় অনেক বেশি।

টাকা কালেকশন কমিটিতে থাকা রকিব মাসুদ ফেসবুক পোস্টে বলেন, চেকসহ ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টিএসসি বুথ থেকে কালেকশন সন্ধ্যা ৭টা পর্যন্ত।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন