সুফিয়া কামাল হল থেকে ব্যতিক্রমী বার্তা

  17-07-2024 01:41AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কালাম হলের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে মোমবাতি প্রজ্বলন করে লিখেছেন 'সেইভ বিডি' (বাংলাদেশ বাঁচাও)। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী মৃত্যুর পর তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এ বার্তা দিলেন। এ সময় নারী শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না' ইত্যাদি স্লোগান দেন

এছাড়াও ঢাবির কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়েছেন। এদিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার পর ৭ই মার্চের ভবনের নিচে বিভিন্ন স্লোগান দেন। তারা 'আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই', ছাত্রলীগের কালো হাত, ভেঙে দেও গুড়িয়ে দেও'সহ নানা স্লোগান দেন।

এর আগে রাত আটটায় কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাবির ভিসি চত্বরে এসে মঙ্গলবারের আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। তারা বিকাল তিনটা থেকে শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ভিসির বাসভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন