পিএনএস ডেস্ক: রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাদের সৌজন্য সাক্ষাতের ছবি ব্যবহার করে ক্যাম্পাসে ছাত্র-রাজনীতির কার্যক্রম বলে প্রচার করার তীব্র নিন্দা জানিয়েছে রুয়েট প্রশাসন।
এর আগে, গত ১৩ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধিদল রুয়েট উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেই সাক্ষাতের ছবি ব্যবহার করে ১৪ নভেম্বর কেন্দ্রীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে সংগঠনটি।
ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, নতুন ধারার ছাত্র-রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় ও উপাচার্য স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
ছাত্রদলের ওই প্রতিনিধিদলে ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাইউম উল হাসান।
রুয়েট প্রশাসন কর্তৃক গত ১০ আগস্ট ইস্যুকৃত একটি প্রজ্ঞাপন অনুসারে সব প্রকার ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করার পরেও ছাত্রদলের এ কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করার পরে উপাচার্যের কাছে তাদের ক্ষোভ ও উদ্বেগের কথা জানান।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রকল্যাণ পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রুয়েটে একটি ছাত্র সংগঠন প্রশাসনের সাথে তাদের সৌজন্য সাক্ষাতের ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় রুয়েটের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চালুর বিষয়ে যে আশঙ্কা প্রকাশ করছে, তা সর্বদায় নাকচ করছে। এ প্রেক্ষাপটে রুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সর্বদা শিক্ষার্থীদের দাবিকেই প্রাধান্য দেবে। কর্তৃপক্ষের অগোচরে এ রকম অনাকাঙ্ক্ষিত ছবি প্রকাশ করায় শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে তার পুনরাবৃত্তি রোধকল্পে এরকম যে কোন বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছে। এবং এ সংক্রান্ত সৌজন্য সাক্ষাতের ছবি ভিন্ন উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত হওয়ায় রুয়েট কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানাচ্ছে।
এ দিকে বিলম্ব হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা জ্ঞাপনকে সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। রুয়েট ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কথা জানান দিয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
পিএনএস/রাশেদুল আলম
অপপ্রচার বা গুজব ছড়ানোয় ছাত্রদলের প্রতি রুয়েট প্রশাসনের তীব্র নিন্দা
18-11-2024 12:05AM