পিএনএস ডেস্ক : কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেশের নানান বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। ছুড়ে দিচ্ছেন হুমকিও। এসবের বিরুদ্ধে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এই নির্মাতা মনে করেন, আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।
আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমন এক অভিযোগ তুলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব থাকা এই নির্মাতা।
রোববার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দেন। নির্মাতা উল্লেখ করেন, ‘জামায়াতকে ৭১ (১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এখনো হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এ সত্য যত দ্রুত বুঝবে, ততই তাদের এবং দেশের মঙ্গল।’
বিগত সরকারের বিভিন্ন অন্যায়, অনৈতিক কাণ্ডের কথা উল্লেখ করে ফারুকী আরও বলেন, ‘আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’
সম্প্রতি শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ফারুকী এসবের জবাব দিয়েই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ টেনে এনেছেন। সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর ফোনে এসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কীভাবে সে মনস্টার হয়ে উঠল।’
পিএনএস/এএ
ফোনে শেখ হাসিনার হুমকি প্রসঙ্গে যা বললেন ফারুকী
29-10-2024 06:30PM