ফের করোনা আক্রান্ত বাইডেন

  18-07-2024 10:03AM

পিএনএস ডেস্ক: ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার দেহে করোনার সামান্য লক্ষণ দেখা দিয়েছে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন প্রেসিডেন্ট বাইডেন। খবর বিবিসির।

বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীকে করোনা ধরা পড়ে।

করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর বাইডেনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি বলেন, বাসায় বসেই বাইডেন সব ধরনের দায়িত্ব পালন করবেন।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তার ওপর চাপ বাড়ছে।

এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন