পিএনএস ডেস্ক : নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কানাডা কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তবে দেশটিতে অ্যাপটি বন্ধ হচ্ছে না এখনই। এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, ‘টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ’
‘তবে কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত,’ বলেন শঁপা।
এরইমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
পিএনএস/এএ
কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ
08-11-2024 05:17PM