পালিত হলো ‘স্বৈরাচারের চল্লিশা’

  15-09-2024 08:18PM

পিএনএস ডেস্ক: কেউ মারা যাওয়ার ৪০ দিন পূর্ণ হলে দোয়া ও মেজবানের আয়োজন করা হয়। এরকম আয়োজনকে বলা হয় ‘চল্লিশা’। রীতি অনুযায়ী এটা দেশের বিভিন্ন অঞ্চলে পালন করা হয়। মুসলিম অনুসারীদের মধ্যে এই রেওয়াজটি বেশ পুরনো।

চল্লিশা মূলত মৃত ব্যক্তির স্মরণে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা ‘উদযাপন’ করল মিরপুরবাসী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারের চল্লিশা কোনো মৃত ব্যক্তির জন্য নয়, গত ৫ আগস্ট ক্ষমতার মসনদ ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের চল্লিশ পূর্ণ হওয়ায় পালন করা হয়েছে ‘স্বৈরাচারের চল্লিশা’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। অপরদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৈশভোজের আয়োজন করেন।

স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়।

রাজধানীর মিরপুরে অতিথি হিসেবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছাড়াও উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন