পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। বেড়েই চলছে নিহতের সংখ্যা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা চারজনের লাশ নিয়ে গেছেন। সন্ধ্যা ৬টার দিকে নিহত ৪ জনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে একজনের লাশ নিয়ে শাহবাগে মিছিল করেন আন্দোলনকারীরা।
এ সময় তারা, ‘আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে’, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের ভাইদের ওপর হামলা করেছে। আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে। ঢাকায়ও আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না।
পিএনএস/এএ
চার লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা
04-08-2024 07:36PM