রাজধানীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  14-01-2025 11:07PM

পিএনএস ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে ভ্যান চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতবাসের ধাক্কায় আকিকুল ইসলাম মণ্ডল (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান আকিকুল ইসলাম।

পথচারী ইব্রাহিম জানান, দুপুরের দিকে ভ্যান চালিয়ে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস থাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আকিকুল ইসলাম। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

তিনি জানান, বসুন্ধরা মৃধা বাড়ি এলাকায় থাকতেন আকিকুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ঢাংঘাতী গ্রামে। তিনি ওই এলাকার আতর মণ্ডলের ছেলে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানানো হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন