পিএনএস ডেস্ক: আপনারা কেবিনেটে যাচ্ছেন। আপনার বয়স কম, অভিজ্ঞতা কম। সে ক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জ সেটা কীভাবে মোকাবিলা করবেন? এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পুরো পৃথিবীতে তরুণ প্রজন্মের যে জাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি। বিভিন্ন দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে তা কর্ম স্পৃহা দিয়ে মোকাবিলা করবো।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান।
তরুণ এই উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচার সরকারকে কেউ হটাতে পারেনি। এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা এক দফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। এই কর্ম স্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা কেবিনেটে আছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো।
তিনি বলেন, শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে। নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে, তা দেখিয়ে দেব।
পিএনএস/রাশেদুল আলম
বয়স প্রসঙ্গে উপদেষ্টা আসিফ: বিভিন্ন দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে
09-08-2024 12:00AM