মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালুর উদ্যোগ

  12-09-2024 12:50AM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন। এরপর থেকে ওই দুটি স্টেশন বন্ধ রয়েছে। এক মাসের মধ্যে কাজীপাড়া স্টেশন এবং এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলেন, চলতি সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময়ে কাজীপাড়া স্টেশনটি চালু করা হতে পারে। তবে মিরপুর-১০ নম্বর স্টেশনটি চালু করতে আরও কিছুটা বেশি সময় লাগবে। কাজীপাড়া স্টেশনের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মিরপুর-১০ এর পুরো স্টেশনই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপাতত কাজীপাড়া স্টেশনের ক্ষতিগ্রস্ত উপকরণ অন্য স্টেশন থেকে ধার করে এনে চালু করার বিষয়ে ভাবছে কর্তৃপক্ষ। এছাড়া মিরপুর-১০ স্টেশন দ্রুত চালু করার জন্য পরামর্শক প্রতিষ্ঠানকেও জোর দেওয়া হচ্ছে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, মতিঝিল, সচিবালয়, মিরপুর-১০ ও উত্তরা উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে ৩০-৪০ হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। এজন্য মিরপুর-১০ স্টেশনও দ্রুততম সময়ের মধ্যে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল’র আরেক কর্মকর্তা জানান, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের খুব বেশি ক্ষতি হয়নি। ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতা বোঝাতে সরকার কৌশলগতভাবে মেট্রোরেলের দুটো স্টেশনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রচার করে। পাশাপাশি এও প্রচার করে ওই দুই স্টেশন চালু হতে এক বছরের বেশি সময় লাগবে। বাস্তবতা তেমনটি নয়, এজন্য পটপরিবর্তনের পর তা দ্রুততম সময়ের মধ্যে চালু করার উদ্যোগ গ্রহণ করতে পেরেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ সাংবাদিকদের বলেছেন, আমরা দ্রুতই কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালুর চেষ্টা করছি। আশা করছি খুব কম সময়ে তা চালু করা সম্ভব হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তবে তখন থেকে বন্ধ রয়েছে এই দুটি মেট্রো স্টেশন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন