পিএনএস ডেস্ক : গুজব একটি ভয়ংকর উপসর্গ। যা অতিদ্রুত ডালপালা মেলে। আর মানুষও যাচাই-বাছাই না করে অন্ধের মতো সেই গুজবের পেছনে ছোটে। সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম হিযবুত তাহরী বা অন্য কোনও নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য। কিন্তু আদতে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীর সদস্য হিসেবে দাবি করে দেওয়া ফেসবুক পোস্টগুলো গুজব। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীর কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি। বিষয়টি দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে পরিষ্কার করেছে।
প্রসঙ্গত, মাহফুজ আলম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিএনএস/আনোয়ার
মাহফুজের হিযবুত তাহরীর সদস্য হওয়ার গুঞ্জন, যা জানাল প্রেস উইং
04-11-2024 11:55AM