প্রধান উপদেষ্টার অধীনে ৪ মন্ত্রণালয়-বিভাগ

  10-11-2024 11:19PM

পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে আগে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ থাকলেও এখন তা কমিয়ে চারটি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাতে নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবে।

আগে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে ছিল।

এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন নতুন তিন জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন