নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ট্রাকচালক ও তাঁর সহকারীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ট্রাকচালক হলেন বেলাল হোসেন। তাঁর সহকারী মো. ফরহাদ।
ওসি খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করার সময় ট্রাকচালক বেলাল দ্রুতগতিতে ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামানকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন ট্রাকচালক বেলাল ও তাঁর সহকারী ফরহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে এই দুজনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন ফায়ার সার্ভিসের সদস্য রুহুল আমিন মোল্লা।
শাহবাগ থানার ওসি জানান, সড়ক পরিবহন আইনের মামলায় চালক ও চালকের সহকারীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, সচিবালয়ে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তেজগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ৩টা ১০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের পানির লাইন নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনের সড়ক পার হচ্ছিলেন সোহানুর। এ সময় ট্রাকচালক বেলাল বেপরোয়া গতিতে সোহানুরকে চাপা দিয়ে চলে যেতে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসএস
ফায়ার সার্ভিসের সদস্য নিহতের মামলায় ট্রাকচালক কারাগারে
26-12-2024 09:57PM