পিএনএস ডেস্ক: দেশে এখনো এক কোটি ৮০ লাখ মানুষ বেকার আছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ২ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) এসব কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি।
তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/আনোয়ার
আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ : আসিফ মাহমুদ
17-11-2024 02:31PM