পিএনএস ডেস্ক: ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস। পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় তারা কোথায় ছিল বলে প্রশ্ন তুলেছেন তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ প্রশ্ন তোলেন তিনি।
অপর্ণা রায় বিশ্বাস বলেন, গত ১৭ বছর ধরে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে, তখন ভারত কোথায় ছিল। মোদি সরকার ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন?
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে লুটে খেয়েছে নরেন্দ্র মোদি।
পিএনএস/এএ
১৭ বছর হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল: অপর্ণা রায়
04-12-2024 02:38PM