আমরা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান

  12-12-2024 11:04PM

পিএনএস ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না। আমরা মানুষের সেবা দিতে চাই, কারও কষ্টের কারণ হতে চাই না। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বাড্ডার টাইকিং পার্টি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে আসবেন, আপনাদের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসেবে গড়তে চাই।

রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কটা খুবই নিবিড়। পুলিশের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বাড্ডা থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন