পিএনএস ডেস্ক: শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে মানবিক টিম নামের একটি সংগঠন। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রতি বছর শিক্ষার্থীরা পাশ করার পরও একই স্কুলে ভর্তি হতে ৮-১০ হাজার টাকা লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। এটার কারণে আরও পিছিয়ে যাচ্ছে। এর জন্যই আমরা প্রতিবাদ করছি। এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি, শিক্ষাখাতে বাণিজ্য বন্ধ করতে হবে।
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, একই বিদ্যালয়ে পাশ করার পরেও ১০-১৫ হাজার টাকা কেন দিতে হবে? এটি একটি ভয়ংকর লুটপাট এবং দুর্নীতিযুক্ত কাজ। এটা বন্ধ করতে হবে। তা-না হলে দেশের গরীব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ইন্জিনিয়ার আনোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, মনিরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএনএস/রাশেদুল আলম
শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি মানবিক টিমের
03-01-2025 01:33PM