পিএনএস ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী দুই দিন শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা কমে গত তিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে গতদিনের তুলনায় আজ শীত একটু কম। সকালে সামান্য কুয়াশা দেখা গেছে। রোদের দেখা মিলেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এতে আগামী দুই দিন শীতের তীব্রতা কমতে পারে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পিএনএস/আনোয়ার
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, শীত কমতে পারে
05-01-2025 11:48AM