জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞরা

  26-01-2025 08:32PM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত চোখের রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুর থেকে চক্ষু বিশেষজ্ঞরা। আগামী এক ও দুই ফেব্রুয়ারি ঢাকায় এই সেবা দেবেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে তারা এই সেবা দিবেন। এক ও দুই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশেষজ্ঞরা চিকিৎসা দিবেন।

চক্ষু বিশেষজ্ঞ দলে রয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটালের রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জনরা।

এ বিষয়ে আরও তথ্যের জন্য ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও অ্যান্ড এইচ) এবং ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গত ৭ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ৬ অক্টোবর পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যু নিশ্চিত হতে পেরেছে সরকার। এ ছাড়া এই সময়ের মধ্যে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। আহতদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। এর মধ্যে দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন আন্দোলনকারী।

এর আগে, ২৪ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইবকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

জানা গেছে, যারা সিঙ্গাপুরে গেছেন, সবাই চোখে আঘাতপ্রাপ্ত। এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সবসময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাব। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেওয়া হবে, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ পর্যন্ত ১৩ জনকে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন সিঙ্গাপুর গেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন