ভোটার হওয়ার সুযোগ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত

  05-02-2025 07:02PM

পিএনএস ডেস্ক: চলমান ভোটার তালিকাকে অনেক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাইতো চলমান হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে ভোটার করছে নির্বাচন কমিশন (ইসি)। তারপরও যদি কেউ বাদ পড়ে যায় তাহলে তাদেরও ভোটার করতে চায় কমিশন। এজন্য ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হওয়ার পথ খোলা রাখছে তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এমনটাই জানান।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনো ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৯ হাজার। যা পূরণ হতে আরও ১২ লাখ বাকি।

এবার মৃত ভোটারের সংখ্যা মিলেছে প্রায় ১৫ লাখ ২৩ হাজার, যা সর্বশেষ ২০২২ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সংখ্যার চেয়ে প্রায় ৭ লাখ কম।

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন ইসির তথ্য সংগ্রহকারীরা। সেই কাজ ৩ ফেব্রুয়ারি শেষ হয়।

৫ ফেব্রুয়ারি থেকে স্থানীয়ভাবে নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবিসহ বায়োমেট্রিক তথ্য গ্রহণ ও ছবি তোলার কাজ শুরু হয়েছে, যা ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এ হালনাগাদ কাজে সারাদেশে প্রায় ৬৫ হাজার লোকবল সম্পৃক্ত রয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন