পিএনএস ডেস্ক: যমুনা নদীর ওপর নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু রেলসেতু’র নাম বদলে ‘যমুনা রেলসেতু’ করার পর সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে। পূর্ব স্টেশনের নাম ইব্রাহিমাবাদ ও পশ্চিম স্টেশনের নাম সায়দাবাদ রাখা হয়েছে। এ কারণে টিকিট কেনার ক্ষেত্রে যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলসেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।
রেলসেবা অ্যাপে এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।
এতে আরও বলা হয়, এ কারণে আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।
এসএস
ট্রেনের টিকিট কিনতে রেলওয়ের নতুন নির্দেশনা
05-02-2025 07:53PM