পিএনএস ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদ, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মিছিলটি মধুমিতা সিনেমা হলের সামনে এলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পিএনএস/শাওন
মতিঝিলে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল
09-12-2023 01:01AM