‘৭ জানুয়ারি নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে’

  26-02-2024 07:38PM

পিএনএস ডেস্ক : বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ৭ জানুয়ারির ছিল ডামি নির্বাচন। এই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে। অত্যাচারী সরকার পৃথিবীর কোনো দেশেই টিকতে পারে নাই। এই সরকার যেহেতু অত্যাচারী হয়ে গেছে এবং গত নির্বাচনে একতরফাভাবে নির্বাচন করেছে, আমরা মনে করি এই সরকারও বেশি দিন টিকতে পারবে না।

সোমবার দুপুরে কারাগারে মৃত্যুবরণ করা শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান খান হিরার বাড়ি ধামলাই গ্রামে স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, পশ্চিমা দেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সকলে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চেয়েছিল। কিন্ত সেই রকম নির্বাচন বাংলাদেশে হয় নাই। যেহেতু বাংলাদেশে সেই রকম নির্বাচন হয় নাই। বাংলাদেশের মানুষও দেখেছে যে ৯৫ ভাগ লোক ভোট দিতে যায় নাই। কাজেই এই নির্বাচন পৃথিবীর কারো কাছেই গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের মানুষের কাছে তো মোটেও গ্রহণযোগ্য নয়। কাজেই কর্মসূচি আসবে এবং বিগত দিনে যে কর্মসূচি ছিল, তার থেকে তীব্র কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে, কারাগারে মৃত্যুবরণ করা আসাদুজ্জামান খান হিরার কবর জিয়ারত করেন। এরপর তিনি তার মা হালিমা সুলতানা, স্ত্রী রাজিয়া সুলতানা, তিন ছেলে মেহেদি হাসান অনিক, জুনায়েদ হাসান অভি, রেদোয়ান হাসান রিজভীসহ পরিবারের অন্যান্য স্বজনদের সাথে কথা বলেন, সান্ত্বনা দেন এবং পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ওমর ফারুক সাফিন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপি’র পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মশিউর রহমান টিটু, বিএনপি নেতা মোক্তারুল করিম শামীম মোড়ল, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন