পিএনএস ডেস্ক: পাকিস্তানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, সামরিক বাহিনী ‘২৬-ওয়ার কোর্স’ কর্মকর্তাদের আমন্ত্রণে গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ ‘২৬-ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি।
শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলসহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তা অংশ নিয়েছেন।
এসএস
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপির হাফিজ উদ্দিন
02-01-2025 08:30PM