উপজেলা নির্বাচনও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে : নুর

  19-04-2024 07:04PM

পিএনএস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনও এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

নুর বলেন, ‘জনগণের সঙ্গে চলমান মশকরার জবাব দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় ব্যাঙের ছাতার মত ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছিল। সরকারের লোকরা এখন ব্যাংকগুলো ফাঁকা করে দিচ্ছে। আদালতকে তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ‘দেশে অনেক সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু সবগুলো আলোচনায় আসছে না। কারণ, হতাহতরা সেলিব্রেটি না।’

সাবেক ভিপি বলেন, ‘ভারতের বিরুদ্ধে কথা বলার মুদর শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মুরদ নাই। কারণ, তারা ভারতের কাছে মাথানত করেছে। আর এখন ভারত বিরোধী আন্দোলন দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে।’

অভিযোগ করে নুর বলেন, ‘কুকি-চিনকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পেট্রোনাইজ করেছে। বাংলাদেশে কারা ইসরাইলের বিমান আনলো, তা সবারই জানা। ইসরাইলিরা এসে দেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে।’

গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি নয় গোয়েন্দা পুলিশ হামলা করেছিল বলেও অভিযোগ তোলেন সাবেক ভিপি নুর।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন