আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

  19-12-2024 08:05PM

পিএনএস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ। সেই সঙ্গে ৩১ দফা বাস্তবায়ন করতে স্বাস্থ্য খাত, কৃষি খাতসহ নারী উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। জনসমর্থিত দল দেশ পরিচালনায় দায়িত্বে থাকলে জনগণ ও দেশের স্বার্থ নিরাপদ থাকবে। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

মানিকগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপি নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাত পায়ে ডান্ডাবেরি পরে পিতামাতার জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহ-সভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।

প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন