পিএনএস ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার এরপর নির্বাচনের কথা ভাবতে হবে। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগণের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, হিন্দুদের ব্যবহার করে কতিপয় দুষ্কৃতকারী বিদেশি এজেন্ট দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদের পতনে দিল্লি খুশি নয়, সে কারণে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকার আনয়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম।
পিএনএস/রাশেদুল আলম
আবারো ফ্যাসিবাদ কায়েম করতে দ্রুত নির্বাচন চায় মাফিয়ারা: নুর
01-12-2024 09:56PM