৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  05-02-2025 10:28AM


পিএনএস ডেস্ক: ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন।

জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পৌনে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌরুটে পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ। মধ্যরাতের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। নৌরুটে ১৬টি ছোট বড় ফেরির মধ্যে প্রয়োজন অনুসারে ১০ থেকে ১২টি ফেরি অপারেশন করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন