পিএনএস ডেস্ক: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সিলর নারপাত সিংয়ের নিকট এ স্মারকলিপি প্রদান করে।
এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল এবং বিএনপির তিন সংগঠনের পক্ষে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন।
পিএনএস/আনোয়ার
ভারতীয় দূতাবাসে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি প্রদান
08-12-2024 01:54PM